বগুড়ার শেরপুরে মধ্যরাতে জুয়ার আসর থেকে পাঁচ জুয়াড়িকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার দিবাগত রাত একটার দিকে উপজেলার মির্জাপুর ইউনিয়নের আয়রা গ্রামের ফসলি মাঠে অবস্থিত সেচ পাম্পের ঘরে চলা ওই জুয়ার আসরে এই অভিযান পরিচালিত হয়।
সোমবার বিকেলে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে জুয়া আইনে মামলা দিয়ে বগুড়ায় আদালতে পাঠানো হয়।
গ্রেফতারকৃতরা হলেন- উপজেলার মির্জাপুর ইউনিয়নের আয়রা গ্রামের শরাফত আলীর ছেলে আবু বক্কর সিদ্দিক (৪৬), একই গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে এনামুল হক (২৫), অতুল সরকারের ছেলে পরিতোষ সরকার (৩৩), মকবুল হোসেনের ছেলে নূর আলম (২৭) ও আবুল শেখের ছেলে নায়েব আলী (৪৮)।
শেরপুর থানার উপ-পরিদর্শক (এসআই) শাহাদত হোসেন জানান, বেশকিছুদিন ধরে পুলিশের চোখ ফাঁকি দিতে ফসলি মাঠের ওই সেচ পাম্পের মধ্যে আসর বসিয়ে জুয়া খেলা চালানো হচ্ছিল। এরই ধারাবাহিকতায় রবিবার রাতেও সেখানে জুয়া খেলা চলছিল। গোপনে বিষয়টি জানতে পেরে সেখানে অভিযান চালানো হয়। সেইসঙ্গে তাদের হাতেনাতে আটক করা হয়।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন