বরিশালের গৌরনদী উপজেলার নন্দনপট্টি গ্রামে কবির মৃধার বসতঘরে বিকট শব্দে বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
সোমবার বিকেল ৩টার দিকে এ ঘটনা ঘটে। তবে এ সময় ঘরের মধ্যে কোনো লোকজন ছিল কিনা তা নিশ্চিত করতে পারেনি পুলিশ। ঘটনাস্থল পরিদর্শন করে ওই ঘর থেকে কিছু ভাঙা টিনের কৌটা উদ্ধার করেছে তারা।
গৌরনদী থানার ওসি মো. আফজাল হোসেন জানান, বিকেল ৩টার দিকে নন্দনপট্টি গ্রামের কবির মৃধার বসতঘরে বিকট শব্দে বিস্ফোরণ হয়। এতে আশপাশের লোকজন আতংকিত হয়ে ওই বাড়ি ভীড় করে। ওই সময় ঘরের মধ্যে কেউ ছিল না। ধারণা করা হচ্ছে ঘরের মধ্যে কোনো বিস্ফোরক দ্রব্যজাতীয় পদার্থ ছিল। এ কারণে বিস্ফোরণ হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। তবে ঘরের মালিককে পাওয়া যায়নি। ওই ঘর তল্লাশি করে কিছু টিনের কৌটা সাদৃশ্য বস্তু উদ্ধার করা হয়েছে। সেগুলোর মধ্যে বিস্ফোরক জাতীয় পদার্থ আছে কিনা তা পরীক্ষা করে দেখা হচ্ছে। এ ঘটনা তদন্ত করে যথাযথ আইনগত ব্যবস্থা নেয়ার কথা বলেন ওসি।
এর আগে একটি মাদক মামলায় কবির মৃধাকে পুলিশ একবার গ্রেফতার করেছিল বলেও জানিয়েছেন ওসি।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন