খাগড়াছড়িতে সভাচলাকালে হঠাৎ অসুস্থ হয়ে ৭নং ওয়ার্ড কাউন্সিলার ও জেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি মংরে মারমা (৫২) মারা গেছেন। সোমবার দুপুর ২টার দিকে পৌরসভা কার্যালয়ে ওয়ার্ড কাউন্সিলারদের সভা চলাকালে তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়লে দ্রুত সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এর কিছুক্ষণ পড়ে তিনি মারা যান বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।
কর্তব্যরত চিকিৎসক তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। মৃত্যু সংবাদ পেয়ে তার পানখাইয়ার বাড়িতে ছুটে গেছেন খাগড়াছড়ির সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরা, জেলা পরিষদ চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু মেয়র নির্মলেন্দু চৌধুরী, সাবেক মেয়র রফিকুল আলম, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক দিদারুল আলমসহ অনেকে। পারিবারিক সূত্র জানিয়েছে, আগামীকাল মঙ্গলবার পানখাইয়া মহাশ্মশানে তার দাহক্রিয়া অনুষ্ঠিত হবে।
বিডি প্রতিদিন/নাজমুল