গাজীপুরে প্রতিপক্ষের চাপাতির আঘাতে দুই যুবক আহত হয়েছেন। সোমবার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আহত এক যুবক মারা গেছেন। এ ঘটনায় এক যুবককে আটক করা হয়েছেন। নিহত ওই যুবকের নাম-ফজলুল হক (৩০), সে গাজীপুর মহানগরীর সদর থানাধীন পূর্ব চান্দনা এলাকার আব্দুল আজিজের ছেলে।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) সদর থানার ওসি রফিকুল ইসলাম ও এলাকাবাসি জানান, গত বৃহষ্পতিবার রাতে মহানগরীর ভোড়া মধ্যপাড়া এলাকার একটি সামাজিক অনুষ্ঠানে অংশ নিতে যায় রিপন লস্করসহ ক’যুবক। ওই অনুষ্ঠান থেকে ফেরার পথে যুবকদের দু’পক্ষের মাঝে ঝগড়া বিবাদ শুরু হয়। এসময় ফজলুল হক (৩০) ও তার বন্ধু নাঈমের (২৮) উপর হামলা চালিয়ে মারধর করে এবং চাপাতি ও দা’ দিয়ে এলোপাতাড়ি কোপায় প্রতিপক্ষের যুবকরা। এতে তারা গুরুতর আহত হন। তাদেরকে ঢাকার সিনসিন হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার ফজলুল হক মারা যান। খবর পেয়ে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করে। এ ঘটনায় এক যুবককে আটক করা হয়েছে। আহত নাঈম মহানগরীর সদর থানাধীন ছোট দেওড়া এলাকার নূর মোহাম্মদের ছেলে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহন প্রক্রিয়াধীন রয়েছে।
বিডি প্রতিদিন/এএম