আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে বাগেরহাটের মোরেলগঞ্জে র্যালি, আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দিবসটি উপলক্ষে আজ মঙ্গলবার বেলা সাড়ে ১০টায় বিভিন্ন নারী সংগঠনের অংশগ্রহণে র্যালিটি মোরেলগঞ্জ শহর প্রদক্ষিণ করে।
উপজেলা চেয়ারম্যান শাহ্-ই-আলম বাচ্চু, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম, মহিলা ভাইস চেয়ারম্যান ফাহিমা ছাবুল র্যালি ও আলোচনা সভায় অংশগ্রহণ করেন।
সভায় বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মো. আলমগীর হোসেন ও ওয়ার্ল্ড ভিশন মোরেলগঞ্জ এপি ম্যানেজার লাভলী লাকী বিশ্বাস। সভা শেষে ক্ষুদ্র ব্যবসার জন্য ১৫ জন নারীকে লোন হিসেবে দেড় লাখ টাকার চেক দেওয়া হয়।
বিডি প্রতিদিন/নাজমুল