আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে ফেনীতে জেলা পুলিশের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানের প্রতিপাদ্য ‘টেকসই আগামীর জন্য জেন্ডার সমতাই আজ অগ্রগণ্য’। সাবেক সংসদ সদস্য জাহানারা বেগম সুরমা এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
পুলিশ অফিস সংলগ্ন ফোর্সেস ওয়েডিং শেডে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন পুলিশ সুপার আবদুল্লাহ আল মামুন। অনুষ্ঠানে গেস্ট অব অনার ছিলেন, নাছিমা আক্তার, বিশেষ পুলিশ সুপার সিআইডি, মুন্সিগঞ্জ। বিশেষ অতিথি হিসেবে ছিলেন বীরাঙ্গনা রহিমা বেগম, লায়লা জেসমিন,উম্মে রুমা, সাদিয়া সুলতানা রাত্রী। বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা আবু তাহের ও সমাজকর্মী মনজিলা মিমি।
বিডি প্রতিদিন/নাজমুল