'টেকসই আগামীর জন্য জেন্ডার সমতাই আজ অগ্রগণ্য' এ প্রতিপাদ্যকে সামনে রেখে কুমিল্লার লাকসামে নারী দিবসে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার উপজেলা পরিষদ মিলনায়তনে সভার প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা একেএম সাইফুল আলম।
মহিলা বিষয়ক কর্মকর্তা মনিষা পালের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা প্রসাদ কুমার ভাওয়াল, পরিসংখ্যান কর্মকর্তা জান্নাতুল বাকী। অনুষ্ঠানে কিশোরী ক্লাবসহ নানা শ্রেনি পেশার নারীরা অংশগ্রহণ করেন।
বিডি প্রতিদিন/নাজমুল