বরিশালে র্যালি, আলোচনা সভা এবং ফ্রি মেডিকেল ক্যাম্পের মধ্য দিয়ে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন করা হয়েছে। এ উপলক্ষ্যে আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০ টায় মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে সাকির্ট হাউজ চত্বর থেকে একটি র্যালি বের করা হয়। প্রশাসনের কর্মকর্তা, নারী সংগঠক ও বিভিন্ন উন্নয়ন সংগঠনের নেতৃবৃন্দ র্যালিতে অংশগ্রহন করেন। র্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে ফের সার্কিট হাউজ চত্বরে গিয়ে শেষ হয়।
আলোচনা সভায় বিভিন্ন ক্ষেত্রে সফল নারীদের সম্মাননা প্রদান করা হয়। সভায় প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার মো. আমিন-উল আহসান। আলোচনা শেষে সার্কিট হাউজ চত্বরে ফ্রি মেডিকেল ক্যাম্পে সেবা গ্রহণ করেন শতাধিক মানুষ।
সোমবার দিবাগত রাত ১২টা এক মিনিটে বরিশাল কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে ‘আমরা পারি পারিবারিক নির্যাতন প্রতিরোধ জোট’-এর উদ্যোগে মোমবাতি প্রজ্জ্বলন করা হয়। সেখানে গান, নাটক ও আবৃত্তি পরিবেশন করেন শিল্পীরা।
বিডি প্রতিদিন/নাজমুল