নরসিংদীর মাধবদীতে মালবাহী একটি ট্রাকের সঙ্গে একটি পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে পিকআপ চালক মাছুম মিয়া (২৭) নিহত হয়েছেন। তিনি কিশোরগঞ্জের বাসিন্দা।
মঙ্গলবার ভোরে ঢাকা-সিলেট মহাসড়কের নরসিংদী-মাধবদীর সীমান্তবর্তী এলাকা কান্দাইল বাসস্ট্যান্ডে এই দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, মঙ্গলবার ভোরে নরসিংদী থেকে একটি মালবাহী ট্রাক ঢাকার দিকে যাচ্ছিল। ট্রাকটি ঢাকা-সিলেট মহাসড়কের মাধবদীর কান্দাইল বাসস্ট্যান্ডে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা কিশোরগঞ্জগামী একটি পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পিকআপ ভ্যানটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। আর ঘটনাস্থলেই পিকআপ ভ্যানের চালক মাছুম মারা যান।
মাধবদী থানার ভারপ্রাপ্ত (ওসি) সৈয়দুজ্জামান বলেন, দুর্ঘটনাটি মাধবদী ও নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার সীমান্তবর্তী এলাকায় ঘটেছে। এ ব্যাপারে আড়াইহাজার থানা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করছে।
বিডি প্রতিদিন/কালাম