‘টেকসই আগামীর জন্য, জেন্ডার সমতাই অগ্রগণ্য’ এই প্রতিপাদ্য নিয়ে মাগুরায় আন্তর্জাতিক নারী দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষ্যে বেলা সাড়ে ১১টায় মাগুরা নোমানী ময়দানে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর।
জেলা প্রশাসনের আয়োজনে আশরাফুল আলমের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার জহিরুল ইসলাম, জেলা পরিষদ চেয়ারম্যান পঙ্কজ কুন্ডু, জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল ফাত্তাহ, পৌর মেয়র খুরশীদ হায়দার টুটুল, মাগুরা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক আব্দুল আওয়াল, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মিনতী রানী দত্ত।
বিডি প্রতিদিন/নাজমুল