‘টেকসই আগামীর জন্য জেন্ডার সমতাই আজ অগ্রগণ্য’ শ্লোগান সামনে রেখে বর্ণাঢ্য আয়োজনের বরগুনায় আন্তজার্তিক নারী দিবস উদযাপন করা হয়েছে। জেলা প্রশাসন ও মহিলা অধিদপ্তরের আয়োজনে সকালে মুজিব অঙ্গন থেকে র্যালি বের হয়ে সড়ক প্রদক্ষিণ করে পাবলিক লাইব্রেরি চত্বরে এসে শেষ হয়।
পাবলিক লাইব্রেরি মিলনায়তনে মহিলা অধিদপ্তরের উপ-পরিচালক মেহেরুন্নাহার মুন্নীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনায় অংশ নেন জেলা প্রশাসক হাবিবুর রহমান অতিরিক্ত ,পুলিশ সুপার মেহেদি হাসান, মহিলা পরিষদের সাধারণ সম্পাদক সেলিনা আক্তার, মুক্তিযোদ্ধা, মোতালেব মৃধা, আঃ রশিদ। এতে প্লান ইন্টারন্যাশনালের শিল্পিরা নৃত্য ও সংগীত পরিবেশন করে।
বিডি প্রতিদিন/নাজমুল