আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে পার্বত্য জেলা বান্দরবানে আজ মঙ্গলবার সকালে সদর হাসপাতালে বিনামূল্যে হেলথ ক্যাম্পেইনের আয়োজন করা হয়। দিবসটির এবারের প্রতিপাদ্য বিষয় ‘টেকসই আগামীর জন্য, জেন্ডার সমতাই আজ অগ্রগণ্য’।
বিসিএস উইমেন নেটওয়ার্ক-এর উদ্যোগে বান্দরবান সদর হাসপাতাল এবং বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি বান্দরবান ইউনিটের সহযোগীতায় এ হেলথ ক্যাম্পেইনের আয়োজন করা হয়।
বিসিএস উইমেন নেটওয়ার্ক বান্দরবান শাখার সভাপতি ও জেলা প্রশাসক ইয়াসমিন পারভীন তিবরীজি বেলুন উড়িয়ে এই কর্মসূচির উদ্বোধন করেন।
পরে হাসপাতাল মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পুলিশ সুপার জেরিন আখতার ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সুরাইয়া আকতার সুইটি বক্তব্য দেন।
বিডি প্রতিদিন/নাজমুল