‘চলো স্কুলে ফিরে যাই’ শ্লোগানে ঝিনাইদহের কালীগঞ্জে করোনায় ঝরে পড়া শিশুদের স্কুলে ফিরিয়ে নেওয়ার জন্য সহপাঠীদের নিয়ে র্যালি বের করা হয়। র্যালিটি ব্যাপিস্ট চার্চ কার্যালয় থেকে কালীগঞ্জ শহর প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।
আজ মঙ্গলবার ১১ টার সময় এই ব্যতিক্রর্মী অনুষ্ঠানের আয়োজন করে বেসরকারী সংস্থা কম্প্যাশন ইন্টারন্যাশনাল। র্যালি শেষে আলোচনা সভার আয়োজন করে সংস্থাটি। এতে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন সংগঠনের প্রকল্প ব্যবস্থাপক জিথন হালদার জয়। তিনি বলেন, ‘আমাদের উদ্দেশ্য হলো করোনা পরবর্তীতে কনো শিশুই যেন লেখাপড়া থেকে বাদ না যায়। সকল শিশুই যেন স্কুল গামী হয়।’ অংশ নেওয়া শিক্ষার্থীরাও জানিয়েছে, তারাও চায় তাদের সহপাঠীরা স্কুলে ফিরে আসুক।
বিডি প্রতিদিন/নাজমুল