বগুড়া শিবগঞ্জের মোকামতলায় বালু বোঝাই ট্রাক ও সিএনজি মুখোমুখি সংঘর্ষে ১ জন নিহত হয়েছে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকাল আনুমানিক সাড়ে ৭টার দিকে উপজেলার মোকামতলা সোনাতলা সড়কের দহপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতের নাম ঠিকানা জানাতে পারেনি পুলিশ।
স্থানীয়দের বরাত দিয়ে মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রের এ এস আই মোনোয়ারুল জানান, মোকামতলা গামী একটি সিএনজি অন্য একটি সিএনজি সাথে পাল্লা দিয়ে দ্রুতবেগে যাওয়ার সময় সোনাতলাগামী বালু বোঝাই ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনা স্থলেই এক সিএনজি যাএী নিহত হয়। নিহত ব্যক্তির কোন নাম ঠিকানা জানা যায়নি। ঘাতক ট্রাকটি স্থানীয় জনগণ আটক করে রেখেছে। মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ সৈয়দ আলমগীর কবির ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
বিডি প্রতিদিন/এএ