জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় ব্যাটারি চালিত ইজিবাইকের ধাক্কায় মিশকাত (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলার পাঁচবিবি-কামদিয়া সড়কের হরেন্দা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পলাশ চন্দ্র দেব বিষয়টি নিশ্চিত করেছেন। মিশকাত উপজেলার হরেন্দা গ্রামের আব্দুল ওয়াহাবের ছেলে।
(ওসি) পলাশ চন্দ্র দেব জানান, শিশু মিশকাত বাড়ির পাশে রাস্তার ধারে খেলা করছিল। এসময় রাস্তা পার হওয়ার সময় শালাইপুর থেকে পাঁচবিবি বাজারমুখী বেপরোয়া গতিতে আসা ইজিবাইকের ধাক্কায় মিশকাত গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা উদ্ধার করে পাচঁবিবি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।
বিডি প্রতিদিন/এএম