নিত্য প্রয়োজনীয় দ্রব্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধিসহ দুর্নীতির প্রতিবাদে চাঁদপুর জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ সমাবেশে নেতাকর্মীদের সাথে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া হয়েছে। এতে পুলিশসহ কমপক্ষে ২০ জন আহত হয়েছেন। বুধবার বিকেলে শহরের নতুনবাজার এলাকায় জেলা বিএনপি কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, খোলা ট্রাকের উপরে অস্থায়ী প্যান্ডেল স্থাপন করে বিক্ষোভ সমাবেশ করছিল জেলা স্বেচ্ছাসেবক দল। একসময় পুলিশের সাথে তাদের ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। উপস্থিত পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল ছোড়ে আন্দোলনকারীরা। তাদের ছত্রভঙ্গ করতে কাঁদানো গ্যাস ও ফাঁকা গুলি ছুড়েছে পুলিশ।
এ সময় পুলিশ, স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মী ও পথচারীসহ কমপক্ষে ২০ জন কমবেশি আহত হয়। ধাওয়া-পাল্টা ধাওয়া শেষে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা এলাকা ত্যাগ করেন। পরে বিপুল সংখ্যক পুলিশ ঘটনাস্থলে এসে উপস্থিত হয়।
চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুর রশিদ বলেন, বিএনপি কর্মীদের ইট-পাটকেল নিক্ষেপে আমাদের ৮-১০ জন পুলিশ সদস্য আহত হয়েছে। এখন পর্যন্ত কেউ আটক হয়নি।
বিডি প্রতিদিন/এমআই