নরসিংদীতে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি, সরকারের দুর্নীতি এবং অব্যবস্থাপনার কারনে প্রয়োজনীয় দ্রব্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে এবং টিসিবির মাধ্যমে গ্রাম-শহরে স্বল্পমূল্যের সর্বত্র পন্য সরবরাহের দাবিতে নরসিংদীর জেলা স্বেচ্ছাসেবক দল বিক্ষোভ সমাবেশ করেছে। আজ বুধবার বিকালে ৪টায় চিনিশপুরস্থ জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
নরসিংদীর জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি নাসির উদ্দিন (ভিপি নাসির) সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবীর খোকন।
নরসিংদীর জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারন সম্পাদক শাহরিয়ার সামস্ কেনেডির সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক আহসান হাবীব প্রান্তসহ জেলা বিএনপি, শহর বিএনপির ও বিভিন্ন ইউনিটের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।
বিডি প্রতিদিন/এএ