বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের কর্মরত এক নার্সকে মারধরের অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। বুধবার দিবাগত রাত ১২টার দিকে এই ঘটনা ঘটে।
এ ঘটনাকে কেন্দ্র করে মেডিকেলের পরিবেশ উত্তপ্ত হয়ে উঠেছে। আগামী শনিবারের মধ্যে হামলাকারী পুলিশ সদস্যদের বিচার না হলে অনির্দিষ্টকালের কর্মবিরতি পালনের হুঁশিয়ারি দিয়েছেন নার্সেস অ্যাসোসিয়েশন।
প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার রাত সোয়া ১১টার দিকে নগরীর রূপাতলী উকিল বাড়ি সড়ক এলাকায় একটি অ্যাম্বুলেন্সের ধাক্কায় মো. সালাউদ্দিন নামে এক পুলিশ পরিদর্শক আহত হন। তাকে উদ্ধার করে সহকর্মীরা শের-ই বাংলা মেডিকেলের জরুরি বিভাগের নিয়ে যান। জরুরি বিভাগে কর্তব্যরত ব্রাদার সাইফুল ইসলাম রোগীর নাম ও বয়স জানতে চান। এতে ক্ষিপ্ত হয়ে সালাউদ্দিনের সঙ্গে থাকা পুলিশের একাধিক সদস্য ও রোগীর স্বজনরা জরুরি বিভাগের টিকেট কাউন্টারে ঢুকে ব্রাদার সাইফুল ইসলামকে মারধর করেন। পরে আহত পুলিশ কর্মকর্তাকে সার্জারি-১ নম্বর ইউনিটে ভর্তি করা হয়।
জরুরি বিভাগের সিসি ক্যামেরা ফুটেজে ব্রাদারকে মারধরের সত্যতা পাওয়া গেছে।
শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের নার্সেস অ্যাসোসিয়েশনের সভাপতি মোস্তাফিজুর রহমান বলেন, আমরা আমাদের কর্মস্থলেও নিরাপদ না। বুধবার গভীর রাতে পুলিশের কয়েকজন সদস্য জরুরি বিভাগে কর্মরত ব্রাদার সাইফুলকে বেদম মারধর করেছেন। আহত সাইফুল ইসলামকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার সকালে পরিচালকের কাছে এ ঘটনার প্রতিবাদ জানানো হয়েছে। আগামী শনিবারের মধ্যে ঘটনার বিচার না হলে অনির্দিষ্টকালের কর্মবিরতি পালন করা হবে।
এদিকে হাসপাতালে বিশৃ্ঙ্খলা প্রতিরোধে অতিরিক্ত পুলিশ মোতায়েন এবং সমস্যা সমাধানের চেষ্টা চলছে বলে জানিয়েছেন কোতয়ালী মডেল থানার পরিদর্শক (তদন্ত) লোকমান হোসেন।
শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. এইচএম সাইফুল ইসলাম বলেন, হাসপাতালের একজন সিনিয়র স্টাফ নার্সকে বুধবার রাতে মারধর করা হয়েছে। এতে নার্সরা ক্ষুব্ধ হয়েছে। তারা প্রতিবাদ জানিয়েছে এবং বিচার দাবি করেছে। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান পরিচালক।
বিডি প্রতিদিন/কবিরুল