ফরিদপুরের চরভদ্রাসনে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে আলোচনা সভা, র্যালি ও অগ্নি নির্বাপন মহড়া অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন এ অনুষ্ঠানের আয়োজন করে।
এ উপলক্ষে আজ বৃহস্পতিবার সকাল দশটার দিকে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিলা কবির ত্রপার সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোতালেব হোসেন মোল্যা, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শরীফ মো. মোর্তজা আহসান, মহিলা বিষয়ক কর্মকর্তা শারমিন আক্তার, সাংবাদিক আবদুস সবুর কাজল, আসলাম বেপারী, ফায়ার স্টেশন মাস্টার মো: মুর্তজা প্রমূখ।
আলোচনা শেষে উপজেলা পরিষদ হতে এক র্যালি বের করা হয়। র্যালিটি সদর বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে চরভদ্রাসন পাইলট উচ্চ বিদ্যালয়ে গিয়ে শেষ হয়। পরে উক্ত বিদ্যালয়ের মাঠে অগ্নি নির্বাপনে করণীয় বিষয়ে জনসচেতনতামূলক মহড়া প্রদর্শন করে চরভদ্রাসন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ