‘মুজিববর্ষের সফলতা, দুর্যোগ প্রস্তুতিতে গতিশীলতা’ এই প্রতিপাদ্যে মানিকগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক সচেতনতামূলক মহড়া অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসকের আয়োজনে বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে শহরের মডেল হাইস্কুল প্রাঙ্গণে এই দুর্যোগ প্রস্তুতিমূলক সচেতনতা মহড়া অনুষ্ঠিত হয়েছে।
অতিরিক্ত জেলা জেলা প্রশাসক সানোয়ারুল হকের সভাপতিত্বে জেলা প্রশাসক মুহাম্মদ আব্দুল লতিফ, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা শহিদুল ইসলাম, জেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-পরিচালক শরিফুল ইসলাম ও মডেল হাইস্কুলের প্রধান শিক্ষক মো. জালাল উদ্দিনসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।
বিডি প্রতিদিন/এমআই