ঝিনাইদহে মরমী কবি পাগলা কানাইয়ের ২১২তম জন্মজয়ন্তী উৎসব শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে সদর উপজেলার বেড়বাড়ী গ্রামে কবির মাজারে পুষ্পমাল্য দিয়ে এ অনুষ্ঠান শুরু হয়, চলবে রবিবার পর্যন্ত। এসময় পাগলা কানাইস্মৃতি সংরক্ষণ সংসদের সভাপতি ও জেলা প্রশাসক মনিরা বেগম, সাধারণ সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান এ্যাডভোকেট আব্দুর রশিদ ও সদর উপজেলা নির্বাহী অফিসার এসএম শাহীনসহ ভক্ত অনুরাগীরা উপস্থিত ছিলেন।
এ উৎসবের আয়োজন করে পাগলাকানাই স্মৃতি সংরক্ষন সংসদ। উৎসবে লাঠি খেলা, কবিতা রচনা, সংগীতানুষ্ঠান, চিত্রাঙ্কন, বই পড়া প্রতিযোগিতা ও কবির জীবন দর্শনের উপর আলোচনা সভা অনুষ্ঠিত হবে। বাংলা ১২২৬ সালের ২৫ ফাল্গুন ঝিনাইদহ সদর উপজেলার বেড়বাড়ি গ্রামে জন্ম গ্রহণ করেন পাগলা কানাই। মেলার প্রথম দিনে দুর-দুরান্ত থেকে কবির ভক্তরা উপস্থিত হয়েছেন।
বিডি প্রতিদিন/নাজমুল