ঝিনাইদহে চাঞ্চল্যকর কিশোর হুসাইন হত্যা মামলার প্রধান আসামি হাবিবুর রহমান জিহাদীকে গ্রেফতার করেছে র্যাব। বৃহস্পতিবার ভোরে শহরের আদর্শপাড়া থেকে র্যাব তাকে গ্রেফতার করে।
র্যাব-৬ এর কোম্পানি কমান্ডার মেজর মোহাম্মদ শরিফুল আহসান বিষয়টি নিশ্চিত করেছেন।
র্যাবের পক্ষ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত বুধবার ( ২ মার্চ) ঝিনাইদহের মান্দার বাড়িয়া গ্রামে ওয়াজ মাহফিলে গিয়ে ধাক্কা লাগাকে কেন্দ্র করে জিহাদী ও হুসাইনের মধ্যে বাতবিতণ্ডতা হয়। পরে প্রধান আসামি জিহাদী কিশোর গ্যাংয়ের কয়েকজন সহযোগী মিলে হুসাইনসহ তিনজনকে ছুরি দিয়ে এলোপাতাড়ি আঘাত করে পালিয়ে যান।
স্থানীয়রা হুসাইনসহ আহত জুলফিকার ও ফিরোজকে উদ্ধার করে প্রথমে ঝিনাইদহ সদর হাসপাতালে নেয়। পরে অবস্থার অবনতি হলে হুসাইন ও জুলফিকারকে ফরিদপুর মেডিকেল কলেজে স্থানান্তর কর হয়। সেখনে চিকিৎসারত অবস্থায় বৃহস্পতিবার (৩ মার্চ) ভোরে হোসাইন মৃত্যুবরণ করেন।
এই ঘটনায় নিহতের পিতা মনিরুল ইসলাম গত শুক্রবার জিহাদীকে প্রধান আসামি করে ৬ জনের নামে একটি হত্যা মামলা দায়ের করেন। এর পর থেকে আসামিদের গ্রেফতারে র্যাব ও পুলিশ বিভিন্ন যায়গায় অভিযান পরিচালনা করে। এখন পর্যন্ত প্রধান আসামি জিহাদীসহ মোট চারজনকে গ্রেফতার করা হয়েছে।
বিডিপ্রতিদিন/কবিরুল