মেহেরপুরের গাংনীতে ড্রাম ট্রাকের ধাক্কায় হীরা (০৫)নামে এক শিশু নিহত হয়েছে। আজ দুপুরে গাংনী বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শিশু হীরা গানী পৌর এলাকার ৯নং ওয়ার্ড থানা পাড়ার এনামুল হকের মেয়ে।
স্থানীয়রা জানান, শিশু হীরা ও তার মা, রাস্তা পারাপারের জন্য অপেক্ষা করছিলেন। এ সময় ওখানে ড্রাম ট্রাকটিও দাড়িয়ে ছিলো। ড্রাম ট্রাকের ড্রাইভার হেলপারের কোনো সহযোগিতা ছাড়ায় ট্রাকটিকে পিছনের দিকে নেয়। এসময় ড্রাম ট্রাকের ধাক্কায় শিশু হীরা মাটিতে পড়ে যায়। এসময় শিশুটির পায়ের উপরে ট্রাকের চাকা উঠে গুরুতর আহত হয়।
এ সময় স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। শিশুটির অবস্থা আশঙ্কাজনক হওয়ায় স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক তাকে কুষ্টিয় মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। কুষ্টিয়ার মিরপুর নামক স্থানে পৌঁছালে পথিমধ্যে শিশুটির মৃত্যু হয়।
গাংনী থানা অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক জানান, ড্রাম ট্রাকের ধাক্কায় শিশু নিহতের সংবাদ পেয়েছি, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
বিডি প্রতিদিন/এএ