বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার দোছড়ি এলাকায় বন্য শুকরের আক্রমণে এক যুবক নিহত হয়েছেন। নিহত যুবকের নাম আবু বক্কর সিদ্দিক (২১)। তার বাড়ি কক্সবাজার জেলার রামু উপজেলায়।
গতকাল বুধবার রাত সাড়ে ৮টার দিকে দোছড়ি ইউনিয়নের কুড়িক্ষ্যং এলাকায় এ ঘটনা ঘটে। নাইক্ষ্যংছড়ি থানার ওসি টান্টু কুমার সাহা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, এলাকাটি দুর্গম হওয়ায় অনেক দেরিতে তারা খবর পেয়েছেন। ঘটনাস্থলে পুলিশের একটি টিম পাঠানো হয়েছে।
স্থানীয় সূত্র জানায়, কক্সবাজারের রামু উপজেলা থেকে কয়েকজন শ্রমিক গাছ ও বাঁশ কাটার জন্য ৪/৫ দিন আগে কুড়িক্ষ্যং এলাকায় আসেন। বুধবার রাতে বিশ্রাম নেওয়ার সময় বন্য শুকর তাদের উপর আক্রমণ করে। অন্য শ্রমিকরা পালিয়ে আত্মরক্ষা করতে পারলে বন্য শুকর কামড়িয়ে আবু বক্করকে ক্ষত-বিক্ষত করে।
ওসি জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে।
বিডি প্রতিদিন/আবু জাফর