জয়পুরহাটে বিদেশে রপ্তানিযোগ্য উচ্চ ফলনশীল আলুর নতুন বিশটি জাত সম্প্রসারণে মাঠ দিবস পালন করা হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে ক্ষেতলাল উপজেলার বটতলী শালবন গ্রামে এই মাঠ দিবসের আয়োজন করা হয়।
উপ পরিচালক( বীজ বিপন) বিএডিসি বগুড়া অঞ্চলের এই মাঠ দিবস আয়োজন করে। ‘মান সম্পন্ন বীজ আলু উৎপাদন-সংরক্ষণ ও কৃষক পর্যায়ে বিতরণ জোরদার করণ’ প্রকল্পের আওতার এই অনুষ্ঠানে আলু চাষী ও ডিলাররা উপস্থিত ছিলেন। এতে বক্তব্য রাখেন, বিএডিসি যুগ্ম পরিচালক মান নিয়ন্ত্রক সুভাষ চন্দ্র ঘোষ, বিএডিসি বগুড়ার উপ-পরিচালক জাকির হোসেন।
মাঠ দিবস অনুষ্ঠানে বক্তারা বলেন, ‘বিশেষ করে আলু উৎপাদনে দেশ সেরা কয়েকটি জেলার মধ্যে জয়পুরহাট অন্যতম। তাই চাষীরা যেন ন্যায্য মূল্য পান এবং লাভবান হতে পারেন সেজন্য পৃথিবীর বিভিন্ন দেশে আলু রপ্তানি করা হচ্ছে। এক্ষেত্রে মান সম্পন্ন আলু উৎপাদন করতে হবে। আর সেই দিক বিবেচনায় এনে উচ্চ ফলনশীল ও রপ্তানিযোগ্য বিএডিসি নতুন জাতের আলু উদ্ভাবন করেছে।’
বিডি প্রতিদিন/নাজমুল