মুজিব শতবর্ষ উপলক্ষ্যে কুড়িগ্রামে স্থানীয় বীর মুক্তিযোদ্ধারা শিক্ষার্থীদের সাথে মুক্তিযুদ্ধের সময়কার স্মৃতি চারণ করেছেন। আজ বৃহস্পতিবার দুপুরে কুড়িগ্রাম বালিকা উচ্চ বিদ্যালয়ের ব্যতিক্রমধর্মী অনুষ্ঠান আয়োজন করা হয়।
এসময় মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ করেন মুক্তিযোদ্ধা হারুন অর রশীদ লাল, মো. আব্দুল বাতেন, এসএম নুরুজ্জামান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মনজুরুল হক। প্রধান অতিথি হিসেবে প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আবু মোহাম্মদ সাঈদ হাসান লোবান।
বিডি প্রতিদিন/নাজমুল