নাটোর সদর উপজেলার নজরপুর এলাকায় হেরোইন সংরক্ষন ও বিক্রির অপরাধে কাজল বেগম বুলু (৩৯) নামে এক নারী মাদক ব্যবসায়ীকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন জেলা ও দায়রা জজ আদলত। আজ বৃহস্পতিবার দুপুরে নাটোরের জেলা ও দায়রা জজ আদালতের বিচারক শরীফ উদ্দীন এই আদেশ দেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী আরিফুর রহমান জানান, ২০২১ সালের ২২ জুন সদর উপজেলার নজরপুর এলাকায় খায়রুলের বাড়ীতে তল্লাশি চালিয়ে ৩০ গ্রাম হেরোইনসহ খায়রুলে স্ত্রী কাজল বেগম বুলুকে আটক করে পুলিশ। এঘটনায় পরের দিন ২৩ জুন মাদকদ্রব্য আইনে নাটোর সদর থানায় স্বামী খায়রুল ও স্ত্রী বুলুকে আসামি করে পুলিশ বাদি হয়ে একটি মামলা রুজু করে। সেই মামলার দীর্ঘ শুনানী শেষে বৃহস্পতিবার বিচারক কাজল বেগম বুলুকে যাবজ্জীবন কারাদণ্ড ও স্বামী খায়রুলকে খালাসের আদেশ দেন।
বিডি-প্রতিদিন/শফিক