বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ‘টেকসই আগামীর জন্য জেন্ডার সমতাই আজ অগ্রগন্য’ শীর্ষক বাউবির নারী কর্মকর্তা ও কর্মচারীগণের উদ্যোগে বৃহস্পতিবার গাজীপুরস্থ ক্যাম্পাসে বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি বাউবির উপাচার্য অধ্যাপক ড. সৈয়দ হুমায়ুন আখতার উল্লেখ করেন ‘জলবায়ু পরিবর্তনের ফলে পরিবেশ ও দুর্যোগ ঝুকি নিরসনে যে সকল নীতি ও কর্মসূচী গ্রহণ করা হচ্ছে তার পরিপ্রেক্ষিতে সকল নারী ও বালিকার ক্ষমতায়ন ও জেন্ডার সমতা অর্জন করা’। বর্তমান পরিস্থিতিতে এটি একটি যুগোপযোগী প্রতিপাদ্য।
আলোচনা সভায় বাউবির নারী কর্মকর্তা ও কর্মচারীদের উদ্যেশে ভিডিও বার্তায় শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, শিক্ষা উপ-মন্ত্রী মহিবুল হাসান চেীধুরী এমপি, আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক মেহের আফরোজ চুমকি এমপি ও প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মাহবুবা নাসরীন শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন। আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বাউবির প্রো-উপাচার্য অধ্যাপক ড. নাসিম বানু ও রেজিস্ট্রার ড. মহা. শফিকুল আলম উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বাউবির বিভিন্নস্তরের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রকাশনা মুদ্রণ ও বিতরণ বিভাগের যুগ্ম পরিচালক সাদেকা সুলতানা।
বিডি প্রতিদিন/এএ