রংপুরের মিঠাপুকুরে ইউনিয়ন পরিষদ নির্বাচনে পায়রাবন্দ ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে পরাজিত ইউপি সদস্য প্রার্থী আব্দুস ছালাম ভোট পুনগণনার দাবি জানিয়েছেন। বৃহস্পতিবার দুপুরে রংপুরে আঞ্চলিক নির্বাচন কর্মকর্তাকে স্মারকলিপি দিয়ে এই দাবি জানান তিনি। এর আগে আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয়ের সামনে বিক্ষোভ করেন পায়রাবন্দের ৮ নম্বর ওয়ার্ডবাসী। এসময় ৭২ ঘণ্টার মধ্যে পুনগণনার ব্যবস্থা করা না হলে কঠোর কর্মসূচি দেয়ার ঘোষণা দেয়া হয়।
বিক্ষোভকারিরা বলেন, গত ৭ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনের ফলাফল ঘোষণার আগেই সকল প্রার্থীর পক্ষে থাকা পোলিং এজেন্টদের স্বাক্ষর নেন দায়িত্বরত প্রিসাইডিং কর্মকর্তা হাছিবুর রহমান। পরে বৈদ্যুতিকপাখা প্রতীকের ইউপি সদস্য প্রার্থী আব্দুস ছালামের ৯৬টি ভোট বাতিল করেন। বাতিল দেখানো ব্যালেটগুলোর মধ্যে ৮২টিতে বৈদ্যুতিকপাখায় সিল ছিল এবং এর বেশির ভাগই কলম দিয়ে ফুটো করা ছিল। পরে কৌশলে তৃতীয় অবস্থানে থাকা মোরগ প্রতীকের প্রার্থীকে বিজয়ী ঘোষণা করেন। ভোট জালিয়াতির মাধ্যমে এই ঘটনা ঘটিয়েছেন বলে দাবি করেন পরাজিত প্রার্থী আব্দুস ছালাম।
রংপুরের সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা ফরহাদ হোসেন বলেন, আমরা ওই প্রার্থীর আবেদন পেয়েছি। কিন্তু ভোট পুনগণনার সিদ্ধান্ত আমরা দিতে পারি না। অভিযোগকারীকে নির্বাচন কমিশনের ট্রাইব্যুনালে গেজেট প্রকাশের ৩০ দিনের মধ্যে আবেদন করতে হবে।
বিডি প্রতিদিন/হিমেল