কুড়িগ্রাম সদর উপজেলার যাত্রাপুরের নওয়ানী পাড়া গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তাইজুল ইসলাম (২৪) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে এ ঘটনা ঘটে। মৃত তাইজুল ইসলাম যাত্রাপুর ইউনিয়নের নওয়ানী পাড়া গ্রামের মাহবুবুর রহমানের ছেলে। স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার দুপুরে নিহত তাইজুল ইসলাম তার নিজ বাড়িতে মোটর সাইকেল বৈদ্যুতিক পানির পাম্প দিয়ে ধুইতেছিলেন। ধোয়া শেষ করে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন না করে তাইজুল মেশিনের বৈদ্যুতিক তার গোছাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন এবং গুরুতর আহত হয়ে পড়েন।
এরপরে তাকে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু ঘটে। যাত্রাপুর ইউপি চেয়ারম্যান আইয়ুব আলী সরকার জানান, বিদ্যুৎস্পৃষ্টে নিহত তাইজুল ইসলাম যাত্রাপুর হাটে ধান, চালসহ বিভিন্ন পণ্যের স্টক বিজনেস করতেন। কুড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মোঃ শাহরিয়ার ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
বিডি প্রতিদিন/এএ