ময়মনসিংহের ফুলপুরে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতির প্রতিবাদে কৃষকদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার বেলা ১টার দিকে ময়মনসিংহ উত্তর জেলা কৃষকদল শাখা'র উদ্যোগে ওই মিছিল অনুষ্ঠিত হয়। এতে নেতৃত্ব দেন কৃষকদলের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা এড. আবুল বাসার আকন্দ ও উত্তর জেলা কৃষকদলের সদস্য সচিব শাহ মোহাম্মদ আলী।
মিছিলটি গোল চত্বর হতে শুরু হয়ে বাসস্ট্যান্ড ও আমুয়াকান্দা ব্রিজ হয়ে পয়ারী রোডে আমুয়াকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয় গেটে গিয়ে শেষ হয়। এরপর সেখানে এক পথসভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা আবুল বাসার আকন্দ। এসময় উপস্থিত ছিলেন উত্তর জেলা কৃষকদলের সদস্য শফিকুল ইসলাম, পৌর কৃষকদলের সভাপতি আব্দুল্লাহ আল ইল্লাল, সাধারণ সম্পাদক আবুল হাসান মানিক, ফুলপুর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক একে.এম সুজাউদ্দিন, যুগ্ম- আহ্বায়ক আব্দুল হাদী আকন্দ (সানোয়ার), ফুলপুর পৌর ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক, ফেরদৌস প্রমুখ।
বিডি প্রতিদিন/এএ