কুড়িগ্রামের উলিপুরে গণপিটুনিতে এক গরু চোরের মৃত্যু হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। তবে নিহত চোরের পরিচয় জানা যায়নি। বৃহস্পতিবার ভোররাতে উপজেলার সাহেবের আলগা ইউনিয়নে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, গতকাল বুধবার দিবাগত গভীর রাতে ওই ইউনিয়নের চর গুজিমারী গ্রামের বজলু মুন্সির ছেলে মকবুল হোসেনের গোয়াল ঘরে তিন ব্যক্তি গরু চুরি করতে প্রবেশ করে। রাতে মকবুল হোসেন তার বোরো ধান খেতে পানি দেওয়া শেষ করে বাড়ি ফিরে গোয়ালঘরে চোরের উপস্থিতি টের পান।
এ সময় তার চিৎকারে দুই জন পালিয়ে গেলেও অজ্ঞাত এক চোরকে (৬০) ধরে ফেলেন তিনি। পরে এলাকাবাসীরা এসে তাকে গণপিটুনি দেন। এতে তার দুই হাত ও বাম পা ভেঙে যায় এবং তিনি গুরুতর আহত হন। দুর্গম চরাঞ্চল হওয়ায় রাতেই তাকে হাসপাতালে না নিলেও বৃহস্পতিবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
উলিপুর থানার ওসি ইমতিয়াজ কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় বাড়ির মালিকসহ তিন জনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
বিডি প্রতিদিন/আবু জাফর