বগুড়ায় চার উপজেলার ২১ ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যানরা শপথ গ্রহণ করেছেন। বৃহস্পতিবার বিকাল ৩টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে চেয়ারম্যানদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। বগুড়া জেলা প্রশাসক মো. জিয়াউল হক নবনির্বাচিতদের শপথ বাক্য পাঠ করান।
বগুড়ার সদর উপজেলার দুটি, সোনাতলা উপজেলার সাতটি, সারিয়াকান্দি উপজেলার দশটি এবং গাবতলী উপজেলার দুইটি ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যানরা শপথ গ্রহণ করেন।
অনুষ্ঠানে স্থানীয় সরকার বিভাগ বগুড়ার উপ-পরিচালক মামুনুর রশীদ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সমর পাল, সোনাতলা উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া আফরিন, জেলার অতিরিক্ত নির্বাচন কর্মকর্তা নজরুল ইসলাম, সারিয়াকান্দি উপজেলা নির্বাচন কর্মকর্তা সাখাওয়াত হোসেন, সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা এএসএম জাকির হোসেন, সোনাতলা উপজেলা নির্বাচন কর্মকর্তা আশরাফ হোসেন উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, বগুড়ায় ২১ ইউপিতে ৩১ জানুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে জেলা প্রশাসক দেশ ও জনগণের কল্যাণে নবনির্বাচিতদের দায়িত্ব পালনের আহ্বান জানান। একই দিনে উপজেলা নির্বাহী কর্মকর্তাগন নবনির্বাচিত সদস্যদের শপথ বাক্য পাঠ করান।
বিডি প্রতিদিন/আবু জাফর