'মুজিববর্ষের সফলতা, দুর্যোগ প্রস্তুতিতে গতিশীলতা' এ প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের ন্যায় ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলায় পালিত হয়েছে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস।
এ উপলক্ষে বৃহস্পতিবার বেলা ১১টায় পরিষদ চত্বরে উপজেলা উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর (ডিডিএম) এর উদ্যোগে উপজেলা পরিষদ চত্বরে ভূমিকম্প ও অগ্নিকান্ডের সময় করণীয় বিষয়ক এক মহড়া প্রদর্শন করেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কর্মীরা।
মহড়া প্রদর্শন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রেজাউল করিমের সভপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আ’লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) বীর মুক্তিযোদ্ধা কবিরুল ইসলাম বেগ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আলাল উদ্দিন, উপ-সহকারী প্রকৌশলী মো. আনোয়ার হোসেন, ফায়ার ষ্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.খলিলুর রহমান, সিনিয়র কমান্ডার ফাইটার মো. শাহজাহান মিয়া প্রমূখ।
মহড়া অনুষ্ঠানে প্রাকৃতিক ও মানবসৃষ্ট দুর্যোগ ভূমিকম্প ও অগ্নিকাণ্ডের সময় কিভাবে তা মোকাবিলা করে নির্বাপণ ও প্রতিরোধ করা যায় তা দেখানো হয় ।
বিডি প্রতিদিন/এএ