ময়মনসিংহের ফুলপুরে জমি সংক্রান্ত বিরোধে হামলায় স্বামী কৃষক নূর ইসলাম ওরফে ইছার মৃত্যুর পর এবার তার স্ত্রী হনুফার মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে হনুফার মৃত্যু হয়। এ ঘটনায় তাদের ভাতিজা আসামি মাইন উদ্দিনকে তারাকান্দা উপজেলার তালদিঘি এলাকা থেকে গ্রেফতার করা হয়।
জানা যায়, গত শুক্রবার (৪ মার্চ) সকালে ফুলপুর উপজেলার রহিমগঞ্জ ইউনিয়নের কিসমত বেরুয়া গ্রামের মৃত কছিম উদ্দিনের ছেলে নূর ইসলাম ওরফে ইছা (৬৮) ও পচন আলীর (৬৫) মধ্যে দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধের জেরে মারামারি হয়। এতে ইছা ও তার স্ত্রী হনুফা খাতুন গুরুতর আহত হন। পরে রাতে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইছা মারা যান। ইছা মারা যাওয়ার ৬দিন পর এবার তার স্ত্রী হনুফা খাতুন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আজ বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় চিকিৎসাধীন অবস্থায় মারা গেলেন।
এ বিষয়ে জানতে চাইলে ঘটনার সত্যতা নিশ্চিত করে ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, ৭ জনকে আসামি করে মামলা হয়েছিল। এদের মধ্যে নিহতের ভাতিজা ৩ নম্বর আসামি মাইন উদ্দিনকে গ্রেফতার করে ৭ মার্চ ময়মনসিংহ বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। বাকিদের খুঁজছে পুলিশ।
বিডি প্রতিদিন/হিমেল