বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে কেন্দ্রীয় যুবলীগের নির্দেশে নোয়াখালীতে অসহায় দুঃস্থ নারী পুরুষের মাঝে জেলা যুবলীগের উদ্যোগে ত্রাণ/খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
সোমবার বিকেলে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
জেলা যুবলীগের আহ্বায়ক ইমন ভট্টের সভাপতিত্বে খাদ্য বিতরণী অনুষ্ঠানে জেলা যুগ্ম আহ্বায়ক আমিনুল হক মুন্না, আনোয়ার আজিম, জিয়া উদ্দিন সোহেল, মোঃ বেলাল হোসেন, নিশাত, আলাউদ্দিন মুন্না, সুজন, রাজিব, মানিক সহ অনেকে উপস্থিত ছিলেন। প্রায় ৩ শতাধিক সমাজের পিছিয়ে পড়া অসহায় জনগোষ্ঠীর মাঝে এ খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন