চট্টগ্রাম নগরীর হালিশহর থানা এলাকার বড়পোল মইন্যা পাড়া অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে নগদ অর্থ ও আসবাবপত্র বিতরণ করেছেন নব-গঠিত চট্টগ্রাম নগর স্বেচ্ছাসেবক লীগের নেতারা।
সোমবার নেতৃবৃন্দরা অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের সমবেদনা জানিয়ে যেকোনো দুর্যোগে জনসাধারণের পাশে থাকার দৃঢ়প্রত্যয় ব্যক্ত করেন এবং প্রতিটি এলাকার স্ব স্ব বিত্তবানসহ সর্বস্তরের মানুষকে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান স্বেচ্ছাসেবক লীগ নেতারা।
নবগঠিত কমিটির সভাপতি দেবাশীষ নাথ দেবু ও সাধারণ সম্পাদক আজিজুর রহমানের নেতৃত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহ-সভাপতি অ্যাডভোকেট তসলিম উদ্দিন, সুজিত দাস, মনোয়ার জাহান মনি, নাজমুল হুদা শিপন, মো. আজিজ মিছির, আজাদ খান অভি, আবদুর রশিদ লোকমান, সহ সম্পাদক মো. সাইফুদ্দিন, সরফরাজ নেওয়াজ চৌধুরী রবিন, মোঃ মাসুদ খান, দেবাশীষ আচার্য্য এবং প্রচার সম্পাদক তোসাদ্দেক নুর চৌধুরী তপুসহ ওয়ার্ড ও থানা পর্যায়ের নেতৃবৃন্দরা।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন