খাগড়াছড়িতে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) প্রসীত গ্রুপের সংগঠক মিলন চাকমার মৃত্যুর প্রতিবাদে ডাকা আধা বেলা সড়ক অবরোধ বিচ্ছিন্ন কিছু ঘটনার মধ্যে দিয়ে শেষ হয়েছে। সোমবার ভোর ৬ টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত খাগড়াছড়ির সাথে সড়ক যোগাযোগ বন্ধ ছিল।
খাগড়াছড়ি-চট্টগ্রাম মহাসড়কের গুইমারার বাইল্যাছড়ি এলাকায় একটি থ্রী হুইলার অটো রিক্সায় আগুন ধরিয়ে দেয় পিকেটাররা। পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে আগুন নেভায়। খাগড়াছড়ি থেকে ছেড়ে যায়নি দূরপাল্লার কোনো পরিবহন। এতে করে বিপাকে পড়েন সাধারণ মানুষ।
খাগড়াছড়ি থেকে সাজেকগামী পরিবহনের লাইনম্যান মো. আরিফ জানান, সাজেকগামী সকালের গাড়ি ছেড়ে যায়নি। নিরাপত্তার স্বার্থে শ্রমিকরা গাড়ি নিয়ে যায়নি। দুপুর ১২ টার পর অবরোধ শেষ হলে যান চলাচল স্বাভাবিক হয়।
খাগড়াছড়ির পুলিশ সুপার আব্দুল আজিজ বলেন, অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে বিভিন্ন পয়েন্টে অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে। পাশাপাশি অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনী টহল দিচ্ছে। কয়েকটি স্থানে পিকেটিং করার চেষ্টা করা হলে পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেয়। ইউপিডিএফের সশস্ত্র কর্মী মিলনের বিরুদ্ধে বিভিন্ন থানায় অস্ত্র আইনেসহ একাধিক মামলা ও গ্রেফতারি পরোয়ানা ছিল।
বিডি প্রতিদিন/হিমেল