বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, গণতন্ত্র, নির্বাচন এবং জীবন-জীবিকার বারটা বাজিয়ে আওয়ামী লীগ মাফিয়াতন্ত্র কায়েম করেছে। দেশ আজ দুর্নীতিবাজ, লুটেরা, মাফিয়াদের অভয়ারণ্যে পরিণত হয়েছে। তাদের দৌরাত্ম্যে দেশবাসী অতিষ্ঠ। জনজীবন বিপন্ন। এই দুঃসহ পরিস্থিতি থেকে দেশ ও জনগণকে উদ্ধার করতে বিএনপিকেই অগ্রণী ভূমিকা পালন করতে হবে।
সোমবার ময়মনসিংহের হালুয়াঘাটে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের কর্মীসভায় বক্তব্যে এসব কথা বলেন তিনি।
কর্মীসভায় এমরান সালেহ প্রিন্স বলেন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি ও সর্বগ্রাসী দুর্নীতির প্রতিবাদে এবং স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে বিএনপি ঘোষিত কর্মসূচি সফল করতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তিনি।
এ সময় তিনি আরও বলেন, স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর বছরে দেশ পরিচালনা ও জনজীবনে বিরাজমান সমস্যা সমাধানে সরকারের ব্যর্থতা প্রকটভাবে ফুটে উঠেছে। উন্নয়ন নিয়ে সরকারের মিথ্যাচার জনগণের সাথে উপহাস ছাড়া কিছুই নয়। জনগণের দল বিএনপি জনগণের এই চরম দুর্দিনে বসে থাকতে পারে না।
তিনি বলেন, স্বাধীনতার সূবর্ণজয়ন্তীতে ব্যর্থ ও দুঃশাসক সরকার হঠিয়ে গণতন্ত্র ও সুশাসন এবং জনঅধিকার প্রতিষ্ঠার শপথ নিতে হবে।
হালুয়াঘাট উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আসলাম মিয়া বাবুলের সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক আবু হাসনাত বদরুল কবীরের পরিচালনায় কর্মী সভায় বিএনপি নেতা বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আমজাদ আলী, বীর মুক্তিযোদ্ধা কাজিম উদ্দিন, আবদুল হামিদ, আলী আশরাফ, হোসনে আরা নীলু, হুমায়ুন কবীর, হক খান সুজন, আবদুস সাত্তার, আবুল কালাম আজাদ, বদরুল হোসেন খান, ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের সহ-সভাপতি আবদুল আজিজ খান, যুগ্ম সম্পাদক আব্দুল মালেক, জেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি আসাদুজ্জামান আসিফ, হালুয়াঘাট উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নাইমুল আরেফিন পাপন, পৌর ছাত্রদলের সদস্য সচিব তাজবীর হোসেন অন্তর, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রুহুল আমিন খান, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মেহেদী হাসান দুলাল, উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মশিউজ্জামান, উপজেলা তাঁতী দলের আহ্বায়ক আকিকুল ইসলাম, উপজেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক মোশাররফ হোসেন, উপজেলা জাসাস এর সাধারণ সম্পাদক মাহমুদুল হক মুন্না বক্তব্য রাখেন।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন