মাহে রমজানকে সামনে রেখে দ্রব্যমূল্য বৃদ্ধি, শিক্ষা সিলেবাস থেকে কৌশলে ধর্মীয় শিক্ষা বিতাড়ন ও আইন শৃঙ্খলার অবনতি নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ইসলামী আন্দোলন বাংলাদেশ নোয়াখালী জেলা দক্ষিণ শাখার উদ্যোগে সোমবার বিকেলে নোয়াখালী জেলা কার্যালয়ে এই যৌথসভা অনুষ্ঠিত হয়।
সভায় জেলা নেতারা সরকারের সমালোচনা করে বলেন, মানবিক মর্যাদা ও অধিকার রক্ষায় চরম ভাবে সরকারের ব্যর্থতা ফুটে উঠেছে। এই ভোগান্তি থেকে মুক্তি ও প্রতিকারের দাবিতে আগামী ২৩ মার্চ ঢাকায় জাতীয় মহাসমাবেশ সফল করতে হবে।
এ সময় জেলা দক্ষিণ শাখার সভাপতি মাহমুদুর রহমান ও সাধারণ সম্পাদক মাওলানা ফিরোজ আলম, সদর থানার সাধারণ সম্পাদক মাও. ওমর ফারুক সহ নেতারা এ বক্তব্য দেন। ইসলামী আন্দোলন বাংলাদেশ জেলা শাখা দক্ষিণের প্রচার ও দাওয়াহ সম্পাদক মাও. শহীদুল ইসলাম এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
বিডি প্রতিদিন/হিমেল