নাটোরের গুরুদাসপুরে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে মুক্তির উৎসবের আয়োজন করা হয়েছে। আয়োজনটি ঘিরে বিজয় র্যালি করেছেন বীর মুক্তিযোদ্ধারা। সোমবার বিকেল তিনটার দিকে উপজেলা চত্বর থেকে র্যালিটি বের। র্যালি শেষে বিকেলে শহীদ মিনার চত্বরে সভা অনুষ্ঠিত হয়।
গুরুদাসপুর উপজেলা প্রশাসনের আয়োজনে র্যালি ও আলোচনা সভার পর উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত মেলার স্টল পরিদর্শন করেন বীর মুক্তিযোদ্ধারা। এসব অনুষ্ঠানে শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ নেন। এসময় স্থানীয় সাংসদ অধ্যাপক আব্দুল কুদ্দুস প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তমাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মো. জাফর উদ্দিন, আব্দুর রাজ্জাক, সাবের হোসেন, শাহজাহান আলী, সহকারী কমিশনার (ভূমি) মো. আবু রাসেল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. আলাল শেখ, মহিলা ভাইস চেয়ারম্যান রোকসানা আক্তার লিপি, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. শফিকুল ইসলাম প্রমুখ। আলোচনা শেষে বিকেল ৫টার দিকে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে আমন্ত্রিত শিল্পী ছাড়াও স্থানীয়রা অংশ নেন।
বিডি প্রতিদিন/এমআই