স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও ৫০ বছরে ক্ষুদ্র নৃগোষ্ঠীদের প্রত্যাশা ও প্রাপ্তির প্রেক্ষিতে দিনাজপুরে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে ১৫ দফা বাস্তবায়ন দাবিতে জাতীয় ক্ষুদ্র নৃগোষ্ঠী পরিষদের কর্মসূচি ঘোষনা হয়েছে।
সংবাদ সম্মেলনে ১৮ মে উত্তরবঙ্গের প্রত্যেক জেলায় ক্ষুদ্র নৃগোষ্ঠী সমাবেশ, ডিসি অফিস ঘেরাও ও স্মারকলিপি প্রদান কর্মসূচি ঘোষনা করা হয় ।
বুধবার সকালে দিনাজপুর প্রেসক্লাব কনফারেন্স রুমে জাতীয় ক্ষুদ্র নৃগোষ্ঠী পরিষদ দিনাজপুর জেলার শাখার সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের জেলা শাখার সভাপতি শীতল মার্ডি।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জাতীয় ক্ষুদ্র নৃগোষ্ঠী পরিষদের কেন্দ্রীয় সভাপতি রবীন্দ্রনাথ সরেন, বাংলাদেশ ক্ষুদ্র নৃগোষ্ঠী সমিতির সভাপতি বিশ্বনাথ সিং, ক্ষুদ্র নৃগোষ্ঠী পরিষদের কেন্দ্রীয় তথ্য ও গবেষনা সম্পাদক মানিক সরেন, ক্ষুদ্র নৃগোষ্ঠী সমাজ উন্নয়ন সমিতি ফুলবাড়ীর সভাপতি চুন্নু টুডু, ক্ষুদ্র নৃগোষ্ঠী নারী পরিষদের নেত্রী শিবানী উরাও, রানী হাঁসদা, ক্ষুদ্র নৃগোষ্ঠী ছাত্র পরিষদের দিনাজপুর জেলা কমিটির সভাপতি সোহেল পিতর মুর্মু, সাধারণ সম্পাদক রুবেল টুডু প্রমুখ।
এছাড়াও ক্ষুদ্র নৃগোষ্ঠীদের দাবির প্রতি সংহতি জানান বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির দিনাজপুর জেলা কমিটির সম্পাদকমন্ডলীর সদস্য রবিউল আউয়াল খোকা, বাসদের দিনাজপুর জেলা সমন্বয়কারী কিবরিয়া হোসেন প্রমুখ।
বিডি প্রতিদিন/এএ