ক্ষুদ্র ও মাঝারি শিল্পের বিকাশে রংপুরে সপ্তাহব্যাপী বিভাগীয় এসএমই পণ্য মেলা শুরু হতে যাচ্ছে। এ উপলক্ষে বুধবার দুপুরে রংপুর জেলা প্রশাসক সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
এসময় অতিরিক্ত জেলা প্রশাসক এ ডব্লিউ এম রায়হান শাহ জানান, বৃহস্পতিবার বিকেল থেকে শুরু হবে এ মেলা। সপ্তাহ ব্যাপী এ মেলায় জেলার ৬৫ জন ক্ষুদ্র ও মাঝারি শিল্পের উদ্যোক্তারা অংশ নিবেন। এর বেশির ভাগই নারী উদ্যোক্তা। ৬৫টি স্টলে তাদের উৎপাদিত পাটজাত পণ্য, পোশাক, ডিজাইন ও ফ্যাশনওয়ার, হ্যান্ডিক্রাফ্টস ও অন্যান্য সেক্টরের দেশীয় পণ্যের সমাহার থাকবে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিসিক রংপুরের উপ-মহাব্যবস্থাপক শামীম হোসেন, এসএমই ফাউন্ডেশনের সহকারী মহাব্যবস্থাপক মাসুম বিল্লাহ প্রমুখ।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ