বেনাপোল বন্দরে বিরেন রায় (৫৪) নামে ভারতীয় এক ট্রাকচালকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার বিকেল ৩টার দিকে বন্দরের ৯ নম্বর শেডের সামনে এ ঘটনা ঘটে। মৃত বিরেন রায় ভারতের উত্তর ২৪ পরগণা জেলার গাইঘাটা থানার চাঁদপাড়া গ্রামের নেপাল চন্দ্র রায়ের ছেলে।
বেনাপোল স্থলবন্দরের উপ-পরিচালক (ট্রাফিক) মামুন কবীর তরফদার জানান, মঙ্গলবার ভারত থেকে আমদানিকৃত কাগজের রোলসহ ভারতীয় একটি ট্রাক নিয়ে বেনাপোল বন্দরে আসেন চালক বিরেন রায়। ট্রাকটি বন্দরের ৯ নম্বর শেডে আনলোড করার জন্য কাজ করছিলেন।
বিকেল আনুমানিক ৩টার দিকে অতিরিক্ত গরমে স্ট্রোক করেন তিনি। পরে তাকে ভারতীয় ড্রাইভার ও সিএন্ডএফ কর্মচারীদের সহযোগিতায় শার্শা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন বলেও জানান তিনি।
এ ব্যাপারে বেনাপোল পোর্ট থানার এসআই রফিক জানান, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করে মরদেহটি ভারতে হস্তান্তর করা হয়েছে।
বিডি প্রতিদিন/এমআই