নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজার দর নিয়ন্ত্রণ ও আসছে রমজানে পণ্যের মূল্য স্থিতিশীল রাখতে বাগেরহাটের মোরেলগঞ্জে টিসিবি পণ্যের ট্রাক সেল শুরু হয়েছে।
বুধবার দুপুর ১টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম ও পৌরসভা মেয়র এসএম মনিরুল হক তালুকদার উপজেলা পরিষদ চত্বরে ট্রাক সেল কার্যক্রমের উদ্বোধন করেন।
প্রথমদিন ৩ হাজার ৮৬২টি পরিবারের মাঝে ভর্তুকি মূল্যে (৪৬০ টাকায়) ২ লিটার সয়াবিন, ২ কেজি ডাল ও ২ কেজি চিনি বিক্রয় করা হয়। পর্যায়ক্রমে উপজেলার ১৫ হাজার ৯২টি পরিবার টিসিবি পণ্যের আওতায় আসবে বলে উপজেলা নির্বাহী কর্মকর্তা জানিয়েছেন।
বিডি প্রতিদিন/এমআই