নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্যের উর্ধগতির প্রতিবাদে মানববন্ধন করেছে দিনাজপুর জেলা জাতীয় পার্টির নেতাকর্মীরা।
বুধবার সকাল সাড়ে ১০টায় দিনাজপুর প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধন চলাকালে বক্তব্য প্রদানকালে লুটপাট বন্ধ এবং গরিব মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে দ্রব্যমূল্যর দাম নামিয়ে আনার দাবি জানায় দলীয় নেতারা। এসময় দ্রব্যমূল্যের দাম নিয়ন্ত্রণ করতে না পারলে সরকার পতনের আন্দোলনে যাবার হুমকিও দিয়েছেন তারা।
মানববন্ধনে বক্তব্য রাখেন জাতীয় পাটির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান ও জেলা কমিটির সাধারন সম্পাদক আহমেদ শফি রুবেল, জেলা কমিটির সহ-সভাপতি এ্যাডভোকেট রায়হানুল ইসলাম বাবুল, সফিক আহমেদ এবং বিরল উপজেলা কমিটির সভাপতি এ্যাডভোকট সুধীর চন্দ্র শীল প্রমুখ।
বিডি প্রতিদিন/এএ