বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষীকি ও মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে দিনাজপুরের বিরলে আয়োজিত ‘জাতীয় চারণ কবি উৎসব ও লোক শিল্পী মহাসম্মেলনের’ সমাপনী অনুষ্ঠিত হয়েছে।
তিনদিন ব্যাপী এই উৎসব ও সম্মেলনে দেশের কবিয়াল, বাউল, বয়াতী, সাধু, গুরু, বৈষ্ণবরা অংশ নেন। দেশের বিভিন্ন স্থান থেকে আসা লোক শিল্পীদের পদচারণায় উৎসবস্থল মিলন মেলায় পরিণত হয়।
সমাপণী অনুষ্ঠানে ৬ জন প্রবীণ কবিয়াল ও ১ জন প্রবীণ ঢুলিকে সম্মাননা প্রদান করা হয়। সমাপণী অনুষ্ঠানে বাংলাদেশ চারণ কবি সংঘের সভাপতি এম, এ কুদ্দুস সরকারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক খিতিশ চন্দ্র রায়ের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, বিরল উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও পৌর মেয়র আলহাজ্ব সবুজার সিদ্দিক সাগর।
বিডি প্রতিদিন/নাজমুল