দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে মানববন্ধন করেছে মানিকগঞ্জ জেলা জাতীয় পার্টি। বুধবার বিকালে দলীয় কার্যালয়ের সামনে শহীদ রফিক সড়কে এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
মানববন্ধনে উপস্থিত ছিলেন জেলা জাতীয় পার্টির সহ-সভাপতি বীরমুক্তিযোদ্ধা মো. বিল্লাল হোসেন খান, ইয়াহিয়া চৌধুরী ইনু, সদর উপজেলা সভাপতি অ্যাডভোকেট রফিকুল ইসলাম, পৌর সভাপতি মো. সিরাজুল ইসলাম প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চালন করেন জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হাসান সাঈদ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, দ্রব্যমূল্য সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে নেই। লোকজনের মধ্যে ক্ষোভ আর হতাশা বাড়ছে।
বিডিপ্রতিদিন/কবিরুল