চলতি সপ্তাহের রবিবার থেকে নেত্রকোনায় একযোগে শুরু হওয়া টিসিবির পণ্য বিক্রয় কার্যক্রম অব্যাহত রয়েছে। তৃতীয় দিন বুধবার সকাল থেকে দিনব্যাপী নেত্রকোনা পৌর শহরের ৩নং ওয়ার্ডের ৮২৫ জন উপকারভোগী কার্ডধারী পরিবারের মাঝে টিসিবির পণ্য বিক্রয় করা হয়।
প্রথমদিনে পৌর এলাকার প্রায় দুই হাজার মানুষকে একযোগে টিসিবির পণ্য দিতে গিয়ে কিছুটা বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হলেও এখন আগে থেকেই প্যাকেট করা পণ্য অত্যন্ত সুশৃঙ্খল পরিবেশে বিক্রয় করা হচ্ছে। পৌর এলাকার সাতপাই নেত্রকোনা আধুনিক স্টেডিয়াম মাঠে সরকারের নেয়া তৃণমূল পর্যায়ের ভর্তুকি মূল্যে তেল ডাল চিনিসহ বিভিন্ন ভোগ্য পণ্য পৌঁছে দেয়ার এ কার্যক্রম পরিচালিত হয়।
এর আগে উপজেলা প্রশাসন ও নেত্রকোনা পৌরসভার সহযোগিতায় টিসিবি পণ্য বিক্রি কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক কাজী মো. আব্দুর রহমান। এ সময় উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম খান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা আক্তার, প্যানেল মেয়র এস এম মহসিন আলম, ৩নং ওয়ার্ড কাউন্সিলর শামীম রেজা খান সরলসহ পৌরসভা ও উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
এছাড়াও সদর উপজেলা ভূমি কর্মকর্তা ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/আবু জাফর