প্রতিনিয়ত নিত্যপণ্যসহ বিভিন্ন দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে কুড়িগ্রাম জেলা জাতীয় পার্টি ও এর অঙ্গ সংগঠন। বুধবার দুপুরে কেন্দ্রীয় ঈদগাহ থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এরপর কেন্দ্রীয় শহিদ মিনারস্থ শাপালা চত্বরে এসে অবস্থান নেয় দলটি।
এসময় জেলা জাতীয় পার্টি, জাতীয় যুব সংহতি, জাতীয় ছাত্র সমাজ ও জাতীয় শ্রমিক সমাজের ব্যানারে ঘন্টাব্যাপী মানববন্ধনে বক্তব্য রাখেন পৌর কমিটির আহবায়ক আতাউর রহমান আতা, জাতীয় ছাত্র সমাজের কেন্দ্রীয় কমিটির সদস্য রোকনুজ্জামান জামান, জেলা জাতীয় পার্টির সাবেক সদস্য সচিব ও হলোখানা ইউপি চেয়ারম্যান রেজাউল করিম রেজা প্রমুখ।
বিডি প্রতিদিন/এএ